Dhaka 6:25 am, Wednesday, 19 March 2025

তারা হয়ে আসছেন মিথিলা

জলে জ্বলে তারা

ওটিটি এবং সিনেমা—দুই মাধ্যমেই এখন ব্যস্ততা রাফিয়াত রশিদ মিথিলার। ওটিটিতে বাজি এবং প্রেক্ষাগৃহে কাজলরেখার পর নতুন সিনেমা নিয়ে আসছেন এই অভিনেত্রী।ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম জলে জ্বলে তারা। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায়।অর্থাৎ তার চরিত্রের নাম তারা। সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নারীপ্রধান গল্পের এই সিনেমাটির ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, তারার আলোয় ঝলমল করে এই সার্কাস। অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র জলে জ্বলে তারা।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটির গল্প একদমই অন্য রকম। চরিত্রটিও ভিন্ন। এখানে আমি নদীপাড়ের মেয়ে, নাম তারা।যার কিছুই নেই। আমি নদীর পাড়ে সার্কাস দেখাই। এমন গল্পে ও চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি।তিনি আরো বলেন, আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল।

ওই রকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে। নৌকার দৃশ্য ছিল, সেগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।সিনেমাটিতে মিথিলাকে দেখা যাবে এফ এস নাঈমের বিপরীতে। এতে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

তারা হয়ে আসছেন মিথিলা

Update Time : 07:05:55 pm, Monday, 3 February 2025

ওটিটি এবং সিনেমা—দুই মাধ্যমেই এখন ব্যস্ততা রাফিয়াত রশিদ মিথিলার। ওটিটিতে বাজি এবং প্রেক্ষাগৃহে কাজলরেখার পর নতুন সিনেমা নিয়ে আসছেন এই অভিনেত্রী।ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম জলে জ্বলে তারা। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায়।অর্থাৎ তার চরিত্রের নাম তারা। সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নারীপ্রধান গল্পের এই সিনেমাটির ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, তারার আলোয় ঝলমল করে এই সার্কাস। অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র জলে জ্বলে তারা।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটির গল্প একদমই অন্য রকম। চরিত্রটিও ভিন্ন। এখানে আমি নদীপাড়ের মেয়ে, নাম তারা।যার কিছুই নেই। আমি নদীর পাড়ে সার্কাস দেখাই। এমন গল্পে ও চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি।তিনি আরো বলেন, আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল।

ওই রকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে। নৌকার দৃশ্য ছিল, সেগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।সিনেমাটিতে মিথিলাকে দেখা যাবে এফ এস নাঈমের বিপরীতে। এতে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।