
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবন ছিল সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় এই তারকাজুটির। এরপর ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের শুরুতে বিয়ে করেন তাহসানও। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন এ গায়ক। তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মিথিলার প্রতিক্রিয়া জানতে ব্যাপক কৌতূহলী ছিলেন ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রী বলেন, এ বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়।
এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমি একেবারেই কথা বলতে চাই না। এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।