
নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর পাশের বাড়ির একটি সেফেটিক ট্যাংক থেকে রায়হান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ফারুক নামে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের হুগলি গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আবিদ আলী হাজী বাড়ির মো. আলমগীর এর ছেলে। সে স্থানীয় খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। অপর দিকে আটক যুবক ফারুক একই বাড়ির সেলিমের ছেলে।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় রায়হান। তারপর একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে পরিবারের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ ওই সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে ফারুককে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে পাশের বাড়ির বাগানের একটি সেফটিক ট্যাংক থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে রায়হানকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।