
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘুনা-সদরপুর গ্রামের কালীমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মন্দিরের ঘর ও কালী প্রতিমা পুড়ে গেছে।মন্দির কমিটির সভাপতি যুগল চন্দ্র দাস জানান, মঙ্গলবার (২৭ মে) দিনগত রাত ৩টার দিকে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মন্দিরে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, তবে ততক্ষণে মন্দিরের অধিকাংশ পুড়ে যায়।
যুগল চন্দ্র দাস আরও জানান, প্রায় ৫০ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি।ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুন জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।