
লক্ষ্মীপুরে তিন দিন ধরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় কমতে শুরু করেছে বন্যার পানি। এলাকাভেদে তিন দিনে এক থেকে দেড় ফুট পানি কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বানভাসিদের মাঝে। লক্ষ্মীপুর পৌরসভার অভ্যন্তরীণ অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও কিছু কিছু সড়কে রয়েছে হাঁটুপানি। এখনো পানিবন্দি ৫ লাখের বেশি মানুষ।
২০ দিন ধরে পানিবন্দি থাকায় পানিবাহিত রোগবালাই দেখা দিয়েছে দুর্গত এলাকায়। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এখনো কিছু এলাকায় হাঁটুপানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। লক্ষ্মীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবাঞ্ছানগরের কয়েকজন বাসিন্দার অভিযোগ, খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ঠিকমতো নামতে পারছে না উজান থেকে আসা পানি। ২০ দিন ধরে পানিবন্দি হয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।
এদিকে বানভাসিদের স্বাস্থ্যসেবা দিতে স্থায়ী-অস্থায়ী মিলে ৪১৭টি আশ্রয় কেন্দ্রে ৬৪টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।