Dhaka 2:11 pm, Saturday, 10 May 2025

মেট গালার সেরা ফ্যাশন তালিকায় নেই শাহরুখ খান, শীর্ষে দিলজিৎ

মেট গালার সেরা ফ্যাশন

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হলো ‘মেট গালা ২০২৫’। এবারের আসরে প্রথমবারের মতো লাল গালিচায় হাজির হয়ে নজর কাড়েন বলিউডের কিং খান শাহরুখ খান। তবে বহুল প্রতীক্ষিত সেরা পোশাকের তালিকায় উঠেনি তাঁর নাম।

সব্যসাচী মুখার্জির ডিজাইন করা রাজকীয় পোশাকে হাজির হয়েছিলেন শাহরুখ। থিম ছিল ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। শেরওয়ানি, পাগড়ি ও জড়োয়া গহনায় তাঁর লুক প্রশংসিত হলেও, আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন Vogue-এর সেরা ফ্যাশন তালিকায় তিনি জায়গা করে নিতে পারেননি।

সেই তালিকার শীর্ষে উঠে এসেছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঁঝ। সাদা শেরওয়ানি, ঐতিহ্যবাহী পাগড়ি ও জড়োয়া অলঙ্কারে দিলজিৎ পুনঃনির্মাণ করেছিলেন ব্রিটিশ ভারতের মহারাজা ভূপিন্দর সিংয়ের রাজকীয়তা। তাঁর এই সাজ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

ভোগ ম্যাগাজিনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার র‍্যাপার এস কুপস এবং তৃতীয় স্থানে হলিউড অভিনেত্রী জেন্ডায়া। এছাড়াও তালিকায় ছিলেন তেয়ানা টেলর, রিহানা, নিকি মিনাজ ও শাকিরা।

মেট গালায় বলিউডের আরও কয়েকজন তারকার উপস্থিতি নজর কাড়ে, যার মধ্যে ছিলেন কিয়ারা আদভানি ও সোনম কাপুর। তবে সেরা ফ্যাশনের তালিকায় বাদ পড়েছেন শাহরুখসহ আরও অনেক তারকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মেট গালার সেরা ফ্যাশন তালিকায় নেই শাহরুখ খান, শীর্ষে দিলজিৎ

Update Time : 10:47:09 am, Saturday, 10 May 2025

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হলো ‘মেট গালা ২০২৫’। এবারের আসরে প্রথমবারের মতো লাল গালিচায় হাজির হয়ে নজর কাড়েন বলিউডের কিং খান শাহরুখ খান। তবে বহুল প্রতীক্ষিত সেরা পোশাকের তালিকায় উঠেনি তাঁর নাম।

সব্যসাচী মুখার্জির ডিজাইন করা রাজকীয় পোশাকে হাজির হয়েছিলেন শাহরুখ। থিম ছিল ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। শেরওয়ানি, পাগড়ি ও জড়োয়া গহনায় তাঁর লুক প্রশংসিত হলেও, আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন Vogue-এর সেরা ফ্যাশন তালিকায় তিনি জায়গা করে নিতে পারেননি।

সেই তালিকার শীর্ষে উঠে এসেছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঁঝ। সাদা শেরওয়ানি, ঐতিহ্যবাহী পাগড়ি ও জড়োয়া অলঙ্কারে দিলজিৎ পুনঃনির্মাণ করেছিলেন ব্রিটিশ ভারতের মহারাজা ভূপিন্দর সিংয়ের রাজকীয়তা। তাঁর এই সাজ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

ভোগ ম্যাগাজিনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার র‍্যাপার এস কুপস এবং তৃতীয় স্থানে হলিউড অভিনেত্রী জেন্ডায়া। এছাড়াও তালিকায় ছিলেন তেয়ানা টেলর, রিহানা, নিকি মিনাজ ও শাকিরা।

মেট গালায় বলিউডের আরও কয়েকজন তারকার উপস্থিতি নজর কাড়ে, যার মধ্যে ছিলেন কিয়ারা আদভানি ও সোনম কাপুর। তবে সেরা ফ্যাশনের তালিকায় বাদ পড়েছেন শাহরুখসহ আরও অনেক তারকা।