Dhaka 12:00 pm, Wednesday, 19 March 2025

মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ

  • Reporter Name
  • Update Time : 02:27:32 pm, Tuesday, 3 December 2024
  • 65 Time View

সময়ের আলোচিত দুই তারকা মেহজাবীন চৌধুরী এবং তাসনিয়া ফারিণ, যাদের কাজের দক্ষতা ও জনপ্রিয়তা এখন তুঙ্গে। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্ম—সবখানেই তাদের সমান বিচরণ। ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তারা।

তবে তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে পারস্পরিক সম্মান ও ভালোবাসার সম্পর্ক। কাজের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিগত জীবনে তারা একে অপরের ভালো বন্ধু। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই দেখা যায় তাদের একসঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণের ছবি। তাদের বন্ধুত্বের রসায়ন ভক্তদের কাছেও দারুণ জনপ্রিয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহজাবীন-ফারিণ। সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা নিয়ে নানান কথা ভাগ করে নেন দুই অভিনেত্রী। এ সময় গল্পে গল্পে মেহজাবীনকে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করে দেন ফারিণ! সেটি অবশ্য মেহজাবীন স্বীকারও করে নেন।

ফারিণ বলেন, ‘মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন, এবং ওনার পারসেল আসে প্রতিদিনই।’

বক্তব্যে দুজনে অনেক স্বচ্ছন্দ-স্বতস্ফুর্ত অবস্থাতেই ছিলেন, ফারিণের এ কথা শুনে মেহজাবীন হাসতে থাকেন। একমত প্রকাশ করে মেহজাবীন বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা “সুস্থ অ্যাডিকশন” আছে।’

মেহজাবীন বলেন, ‘আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই মনে হয় ভালো কিছু দেখলে অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিণ দেখেছে, আমি কি কি কিনি। আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি।’

উল্লেখ্য, মেহজাবীন বর্তমানে ব্যস্ত রয়েছেন তার ‘প্রিয় মালতী’ নিয়ে। ছবিটি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে। এদিকে ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। সব মিলিয়ে দেশের জনপ্রিয় এই দুই অভিনেত্রী সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ

Update Time : 02:27:32 pm, Tuesday, 3 December 2024

সময়ের আলোচিত দুই তারকা মেহজাবীন চৌধুরী এবং তাসনিয়া ফারিণ, যাদের কাজের দক্ষতা ও জনপ্রিয়তা এখন তুঙ্গে। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্ম—সবখানেই তাদের সমান বিচরণ। ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তারা।

তবে তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে পারস্পরিক সম্মান ও ভালোবাসার সম্পর্ক। কাজের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিগত জীবনে তারা একে অপরের ভালো বন্ধু। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই দেখা যায় তাদের একসঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণের ছবি। তাদের বন্ধুত্বের রসায়ন ভক্তদের কাছেও দারুণ জনপ্রিয়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহজাবীন-ফারিণ। সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা নিয়ে নানান কথা ভাগ করে নেন দুই অভিনেত্রী। এ সময় গল্পে গল্পে মেহজাবীনকে নিয়ে এক গোপন তথ্য ফাঁস করে দেন ফারিণ! সেটি অবশ্য মেহজাবীন স্বীকারও করে নেন।

ফারিণ বলেন, ‘মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন, এবং ওনার পারসেল আসে প্রতিদিনই।’

বক্তব্যে দুজনে অনেক স্বচ্ছন্দ-স্বতস্ফুর্ত অবস্থাতেই ছিলেন, ফারিণের এ কথা শুনে মেহজাবীন হাসতে থাকেন। একমত প্রকাশ করে মেহজাবীন বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এধরণের একটা “সুস্থ অ্যাডিকশন” আছে।’

মেহজাবীন বলেন, ‘আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই মনে হয় ভালো কিছু দেখলে অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিণ দেখেছে, আমি কি কি কিনি। আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি।’

উল্লেখ্য, মেহজাবীন বর্তমানে ব্যস্ত রয়েছেন তার ‘প্রিয় মালতী’ নিয়ে। ছবিটি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে। এদিকে ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। সব মিলিয়ে দেশের জনপ্রিয় এই দুই অভিনেত্রী সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।