
সারাদেশে রেল চলাচল বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের কমলাপুর রেলস্টেশনে রুদ্ধদ্বার বৈঠক চলছে। তবে, ওই বৈঠকে আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি নেই বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) কমলাপুর রেলস্টেশনের ভিআইপি রুমে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তারা।
রেলওয়ে পুলিশের একজন সদস্য নাম-পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
বেতনের সঙ্গে অবসর ভাতাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জরুরি বার্তায় আরও বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসব স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
রানিং স্টাফরা জানিয়েছেন, রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যেসব ট্রেন রাত ১২টার পর প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসব ট্রেন ছেড়ে যায়নি।