Dhaka 4:28 pm, Thursday, 20 March 2025

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ ম্যাচের হারটা কাজে লাগালো রিয়াল মাদ্রিদ। লাস পালামাসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জায়ান্টরা। রোববার ঘরের মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বড় জয় নিয়ে ম্যাচ শেষ করে অল

হোয়াইটরা।নিষেধাজ্ঞার কারণে এদিন সান্তিয়াগো বার্নাব্যূতে স্বাগতিকদের নামতে হয় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া। তবে জয়ে বেগ পেতে হয়নি দলকে। পালামাসের গোলের দিকে ২৫টি শট নেয় রিয়াল। যার মধ্যে ১৩টিই লক্ষ্যে থাকে। বিপরীতের ৬ শটের মধ্যে ২ শট লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। ম্যাচ শুরুর ২৫

সেকেন্ডের মধ্যে গোল করে তাক লাগিয়ে দেন পালামাস স্ট্রাইকার ফ্যাবিও সিলভা। মাঠের ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেয়া বলকে ট্যাপ ইনে জালে জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকরা এক গোল দিলেও অফসাইডে বাতিল হয় সেটি। এদিন ছয় বার অফসাইডের ফাঁদে পড়ে জায়ান্টরা। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের আরেকটি শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলকিপার জ্যাসপার সিলেসেন। ফিরতি বল পেয়ে সহজ গোল করেন লুকাস ভাসকেজ। তিন মিনিট পরই

রদ্রিগোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বিরতির কিছুক্ষণ এই ফরাসি তারকা আরও একটি গোল করেন, তবে তা বাতিল হয় অফসাইডের কারণে। ৩-১ গোলে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৫৭তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন রদ্রিগো। মিনিট চারেকের মধ্যে ভাসকেজকে ফাউল করে ভিএআর সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড দেখেন পালামাসের বেনিতো রামিরেস। এরপর ৭৩ ও ৮৬তম মিনিটে জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দের আরও দুটি গোল বাতিল হয় অফসাইডে। ৪-১ গোলে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। এই জয়ে ২০ ম্যাচ পর ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা পাকা করেছে লস ব্লাঙ্কোসরা। সমপরিমাণ ম্যাচ খেলে ৪৪ পয়েন্টে দুইয়ে অ্যাটলেটিকো ও ৩৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

Update Time : 01:47:36 pm, Monday, 20 January 2025

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ ম্যাচের হারটা কাজে লাগালো রিয়াল মাদ্রিদ। লাস পালামাসের বিপক্ষে ৪-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জায়ান্টরা। রোববার ঘরের মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বড় জয় নিয়ে ম্যাচ শেষ করে অল

হোয়াইটরা।নিষেধাজ্ঞার কারণে এদিন সান্তিয়াগো বার্নাব্যূতে স্বাগতিকদের নামতে হয় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া। তবে জয়ে বেগ পেতে হয়নি দলকে। পালামাসের গোলের দিকে ২৫টি শট নেয় রিয়াল। যার মধ্যে ১৩টিই লক্ষ্যে থাকে। বিপরীতের ৬ শটের মধ্যে ২ শট লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। ম্যাচ শুরুর ২৫

সেকেন্ডের মধ্যে গোল করে তাক লাগিয়ে দেন পালামাস স্ট্রাইকার ফ্যাবিও সিলভা। মাঠের ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেয়া বলকে ট্যাপ ইনে জালে জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকরা এক গোল দিলেও অফসাইডে বাতিল হয় সেটি। এদিন ছয় বার অফসাইডের ফাঁদে পড়ে জায়ান্টরা। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের আরেকটি শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলকিপার জ্যাসপার সিলেসেন। ফিরতি বল পেয়ে সহজ গোল করেন লুকাস ভাসকেজ। তিন মিনিট পরই

রদ্রিগোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বিরতির কিছুক্ষণ এই ফরাসি তারকা আরও একটি গোল করেন, তবে তা বাতিল হয় অফসাইডের কারণে। ৩-১ গোলে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৫৭তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন রদ্রিগো। মিনিট চারেকের মধ্যে ভাসকেজকে ফাউল করে ভিএআর সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড দেখেন পালামাসের বেনিতো রামিরেস। এরপর ৭৩ ও ৮৬তম মিনিটে জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দের আরও দুটি গোল বাতিল হয় অফসাইডে। ৪-১ গোলে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। এই জয়ে ২০ ম্যাচ পর ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা পাকা করেছে লস ব্লাঙ্কোসরা। সমপরিমাণ ম্যাচ খেলে ৪৪ পয়েন্টে দুইয়ে অ্যাটলেটিকো ও ৩৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা।