
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশের ডেরায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশেই তিনি প্রথম, যিনি খেলেছেন বিশ্বের শীর্ষ লীগ-ইংলিশ প্রিমিয়ার লীগে। দেশে দু’দিন আগে এলেও এখন দলের সঙ্গে অনুশীলন করা হয়নি তার। এমনকি দলের সদস্যদের সঙ্গেই দেখা গতকাল। তবে ভারত ম্যাচের আগে এখনও পাঁচটি সেশন অনুশীলন আছে বাংলাদেশ দলের। পাঁচ সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা।
২৫শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সকালে শিংলয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’ ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২৫শে মার্চ লাল-সবুজ জার্সিধারীদের প্রথম ম্যাচ ভারতের মাটিতে শিলংয়ে। সবকিছু ঠিক থাকলে সেদিন ইংল্যান্ড প্রবাসী হামজার আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের হয়ে। এটা একদিক থেকে ভালো ব্যাপার। কারণ, অনুশীলন সেশনগুলোতে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবেন। অনেক তাড়না দেখিয়েছে সবাই, সবাই একাদশে থাকতে চায়। শেষ সেশন পর আমরা লাইনআপ চূড়ান্ত করতে পারবো। তবে যা কিছু করবো, ভারতকে হারানোর জন্য করবো।’