
অপেক্ষার পালা শেষ। হামজা চৌধুরীর এখন শুধু মাঠে নামার অপেক্ষা। লাল-সবুজের জার্সিতে খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ড বংশোদ্ভূত এই তারকা ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৭ বছর বয়সী এই ফুটবলারের।
বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে হামজা কত নম্বর জার্সি পরে খেলবেন? ভক্তদের মধ্যে এমন প্রশ্ন ঘুরছিল বেশ কিছুদিন ধরেই। সেই প্রশ্নের উত্তরে লাল-সবুজের নতুন সুপারস্টার জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। তবে জার্সি নম্বর ঠিক হলেও, শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়। ট্রান্সফারমার্কেট-এর তথ্য অনুযায়ী, তিনি সবচেয়ে বেশি ১১৫ ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। এছাড়া ৭২ ম্যাচ সেন্ট্রাল মিডফিল্ডে, ১৮ ম্যাচ রাইট ব্যাকে, ৪ ম্যাচ সেন্টার ব্যাকে, ২ ম্যাচ উইঙ্গার এবং ১ ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন।হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের বেড়ে ওঠা ও পরিণত হয়ে ওঠা লেস্টারের অ্যাকাডেমি থেকেই। বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। এমনকি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ইউরো দলেও খেলেছেন তিনি।