
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে ছাত্র জনতা নগরীর খুলনা বিশ্ববিদ্যালয় ও সরকারী বিএল কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস ও কলেজ গেটে পথ সভার আয়োজন করে। ছাত্র, জনতার এক মাস পুর্তির বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল বিকাল তিনটায় খুলনা বিশ্ববিদ্যালয় ও বি এল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ ছাত্রীরা পথ সভার আয়োজন করে।
এ সময় ছাত্র জনতার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সরকারী বিএল কলেজ থেকে ছাত্র জনতা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে পথ সভার মাধ্যমে ছাত্ররা বক্তব্য রাখেন। তারা শ্লোগান দেয় দিয়েছিত রক্ত, আরো দেব রক্ত। ছাত্র জনতার হাতে এ সময় বাংলাদেশের পতাকা সহ ফিলিস্তিনের পতাকা শোভা পায়।পথ সভায় ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ খুনিদের বিচারের দাবি জানানো হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।