Dhaka 10:19 pm, Friday, 23 May 2025

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদী নেতা নিহত

মাওবাদী নেতা কেশব রাও নিহত হয়েছেন।

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও নিহত হয়েছেন। রাজ্যের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার জঙ্গলে এই অভিযানে কেশব রাওসহ ২৭ জন সঙ্গীও নিহত হয়েছেন।এছাড়া এ অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহতের খবরও পাওয়া গেছে।অমিত শাহ বলেন, গত তিন দশকে এই প্রথম কোনো শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হলো নিরাপত্তা বাহিনী।প্রকৌশলী কেশব রাও ‘বাসবরাজু’সহ একাধিক নামে পরিচিত ছিলেন।

তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক ছিলেন।ভারতের সন্ত্রাস-বিরোধী আইনপ্রয়োগকারী জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তার নাম ছিল।ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নারায়ণপুর জেলায় একাধিক শীর্ষ মাওবাদী নেতা অবস্থান করছেন। এরপরই সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে গুলিবিনিময়ের ঘটনায় রাওসহ অন্যরা নিহত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তায় লেখেন, ‘এই অসাধারণ সাফল্যের জন্য আমি আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত। ’অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।ভারতে ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকেই মাওবাদী বিদ্রোহী তৎপরতা চলে আসছে। এই বিদ্রোহীদের অভিযোগ, তারা দশকের পর দশক ধরে সরকারের অবহেলার শিকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদী নেতা নিহত

Update Time : 02:18:12 pm, Friday, 23 May 2025

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও নিহত হয়েছেন। রাজ্যের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার জঙ্গলে এই অভিযানে কেশব রাওসহ ২৭ জন সঙ্গীও নিহত হয়েছেন।এছাড়া এ অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহতের খবরও পাওয়া গেছে।অমিত শাহ বলেন, গত তিন দশকে এই প্রথম কোনো শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হলো নিরাপত্তা বাহিনী।প্রকৌশলী কেশব রাও ‘বাসবরাজু’সহ একাধিক নামে পরিচিত ছিলেন।

তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক ছিলেন।ভারতের সন্ত্রাস-বিরোধী আইনপ্রয়োগকারী জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তার নাম ছিল।ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নারায়ণপুর জেলায় একাধিক শীর্ষ মাওবাদী নেতা অবস্থান করছেন। এরপরই সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে গুলিবিনিময়ের ঘটনায় রাওসহ অন্যরা নিহত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তায় লেখেন, ‘এই অসাধারণ সাফল্যের জন্য আমি আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত। ’অন্যদিকে, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।ভারতে ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকেই মাওবাদী বিদ্রোহী তৎপরতা চলে আসছে। এই বিদ্রোহীদের অভিযোগ, তারা দশকের পর দশক ধরে সরকারের অবহেলার শিকার।