
চ্যাম্পিয়নস লিগে আগের রাতেই প্রত্যাবর্তনের অনবদ্য এক গল্প লিখেছিল বার্সেলোনা। বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ৫-৪ গোলে জিতেছিল বার্সা। বুধবার (২২ জানুয়ারি) রাতে সেই বার্সার কাছ থেকে অনুপ্ররেণা নিয়েই হয়তো মাঠে নেমেছিল পিএসজি।২-০ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের দুর্দান্ত এক রূপকথার গল্প লিখল প্যারিসের ক্লাবটি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে টিকে থাকার ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজি জিতেছে ৪-২ গোলে। রূপকথা লিখে পাওয়া জয়ে শেষ ষোলোর আশা দারুণভাবে বাঁচিয়ে রাখল পিএসজি। পয়েন্ট তালিকায় ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আসল তারা।শুরুর ধাক্কা সামলে দ্রুত আক্রমণে যায় সিটিও। ১৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট ঠেকান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। গোল না পেলেও দুই দলের আক্রমণাত্মক ফুটবল ম্যাচটাকে রোমাঞ্চকর করে তোলে। দুই দলই এ সময় চেষ্টা করে গোল আদায়ের। আক্রমণ, প্রতি-আক্রমণের ধারায় ২৭ মিনিটে আবারও অল্পের জন্য গোল পাওয়া হয়নি পিএসজির। গোললাইন থেকে বল ফেরান সিটি ডিফেন্ডার ইউস্কো গাভারদিওল।সমতা ফিরিয়েও আর গতি কমায়নি দলটি। নান্দনিক ও পাসিং ফুটবল খেলে একের পর এক চেষ্টা চালিয়ে যায় তারা। যার সুফল সিটি পায় ৭৮ মিনিটে, গোল করেন জোয়াও নাভাস। পিছিয়ে পড়া সিটি অবশ্য চেষ্টা করেছে ঘুরে দাঁড়ানোর। কিন্তু ভাগ্য আর ফেরেনি। উল্টো ম্যাচের শেষ দিকে গনসালো রামোসের গোলে ৪-২ ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।