Dhaka 7:01 am, Friday, 28 March 2025

ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ টাইগারে প্রেমিকা

সম্পর্কে জড়িয়েছেন কিংবদন্তি টাইগার উডস।

নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। উডসের এই নতুন সঙ্গীরও অবশ্য বিশেষ পরিচয় আছে। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ। নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তার মেয়ে কাই ট্রাম্পকে সম্প্রতি সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে।

যেখানে উডস গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এই টুর্নামেন্টের আয়োজকও উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।আজ ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণাদিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটা ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাদের।এই ছবির ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যারা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাদের।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ টাইগারে প্রেমিকা

Update Time : 11:16:22 am, Tuesday, 25 March 2025

নতুন করে সম্পর্কে জড়িয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। উডসের এই নতুন সঙ্গীরও অবশ্য বিশেষ পরিচয় আছে। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ। নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তার মেয়ে কাই ট্রাম্পকে সম্প্রতি সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে।

যেখানে উডস গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এই টুর্নামেন্টের আয়োজকও উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।আজ ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণাদিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটা ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাদের।এই ছবির ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যারা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাদের।’