Update Time :
09:32:36 pm, Saturday, 29 March 2025
0
Time View
প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা
চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন। বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়। হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাত পাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাগবিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি।