
ঈদের আর বাকি প্রায় অর্ধমাস। আর এই সময়ে নিজের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তার এই গানের শিরোনাম ‘ভালোবাসি তারে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। লেজারভিশনের ব্যানারে ভিডিওসহ গানটি আজ বিকাল ৩টায় প্রকাশ পেতে যাচ্ছে। গানের ভিডিওতে পূজাকেই দেখা যাবে পারফর্ম করতে। নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, আমার সবশেষ গান ছিল ‘মনের সওদাগর’। গানটি বেশ মজার ও অন্য ঢঙয়ের।
ৎতিনজন মিলে গেয়েছিলাম আমরা। এবার ঈদ উপলক্ষে আমার ‘ভালোবাসি তারে’ শিরোনামের গানটি প্রকাশ পাচ্ছে। এ গানটির কথা-সুর খুবই মিষ্টি ও রোমান্টিক। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার। গানটির সুরকার ও সংগীত পরিচালক রেজোয়ান শেখ বলেন, বেশ ভিন্ন আঙ্গিকের গান এটি। পূজার কণ্ঠের উপযুক্ত করেই গানটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, ভালো লাগবে শ্রোতাদের। এদিকে, এ গানের বাইরেও পূজা বর্তমানে প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানের শুটিং নিয়েও চলছে তার ব্যস্ততা।