
১৯২৫ সালে লন্ডনের ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে কার্ডিফ সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল শেফিল্ড ইউনাইটেড। গত দশ দশকে ওয়েম্বলিতে চারটি চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ মোট দশটি ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি শেফিল্ড। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শত বছর ধরে ভাঙতে না পারা ওয়েম্বলি দুর্গ ভেদ করার স্বপ্নে বিবর ছিল হামজারা।ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত সবকিছু ছিল শেফিল্ডের পক্ষে। দলটির সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছিল শিরোপা উদযাপনের।
তবে ম্যাচের ৭৬ মিনিটে এলিজার মায়েন্ডার গোলে শেফিল্ডের স্বপ্নে কিছুটা ভাটা পড়ে। এরপর অতিরিক্ত সময়ে টম ওয়াটসনের গোলে হামজাদের শিরোপা জয়ের স্বপ্ন ধরা দেয় দুঃস্বপ্ন হয়ে। শেফিল্ড হারে ২-১ গোলের ব্যবধানে।তাতে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন শেষ হয় বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর। তার ক্লাব লেস্টার সিটির পর এবার শেফিল্ডও যোগ্যতা অর্জন করতে পারেনি প্রিমিয়ার লিগে খেলার। তবে সান্ডারল্যান্ড জেতায় আগামী বছর প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলকে। ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন তিনি। যার কারণে আগামী মৌসুমে সান্ডারল্যান্ডের মূল দলে তাকে দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শেফিল্ডকে হারিয়ে আট বছর পর আবারও প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সান্ডারল্যান্ড।