
সংযুক্ত আরব আমিরাত সফরের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচের মতো বড় স্কোর হয়নি বাংলাদেশের। রান তাড়ায় ৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে আমিরাত। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন কুমার দাসের কথায় ফের উঠে এলো শিশির। সঙ্গে স্বীকার করলেন পরাজয়ের বাস্তবতাও।শারজায় গতকাল আগে ব্যাট করে ৯ উইকেটে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১৬২। ৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
ম্যাচের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা এখানে সবসবময় জিততেই এসেছি। তবুও এটি (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষও ভালো খেলে। তাদের কৃতিত্ব দিতে হয়।’ তবে নিজেদের হারের মূলে সেই শিশিরকেই মনে করছেন এই উইকেটকিপার-ব্যাটার। আগের ম্যাচে ২০৫ রান করে হারের পরও দুই দফায় তিনি শিশিরের প্রভাবের কথা বলেন। এদিনও একই সুর লিটনের গলায়। তিনি বলেন, ‘আমরা আজকে ব্যাটিংয়েও কিছু ভুল করেছি। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফর্মেন্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি।