
টাকাপয়সাজনিত সমস্যার কারণে এবারের বিপিএলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে। পাওনা অর্থ না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করেননি, এরপর বিদেশীরা এক ম্যাচে মাঠেই আসেননি। বেরিয়ে এসেছে দলটির হোটেল বিল না দেওয়ার ঘটনাও। সব মিলিয়ে দলটা মাঠের বাইরে নানা সমস্যায় জেরবার।তার ছাপ শেষ কিছু দিনে মাঠে পড়ছে না আদৌ। তাসকিন আহমেদকে অধিনায়ক করে টানা তিন ম্যাচে জয় পেয়েছে রাজশাহী। সবশেষ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চলে গেছে শেষ চারের দুয়ারে।
মাঠের বাইরে সমালোচনার ঝড় উঠলেও মাঠে দলের জয় আসছে, বিষয়টা দারুণ আনন্দ দিয়েছে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। এবার তিনি জানালেন, তার দল ‘দেখিয়ে দেবে’।তার কথা, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’র্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’