
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে শনিবার সকালে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। এর ফলে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
সকাল ৯টা থেকে নগর ভবনে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না করানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে চলমান কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, তারা নগর ভবনের ৬৫টি ফটকে তালা ঝুলিয়েছেন। একই সঙ্গে ডিএসসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে “অবাঞ্ছিত” ঘোষণা করেন। পাশাপাশি তাঁদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করার ঘোষণা দেন।
সেবাগ্রহীতারা নগর ভবনের তালাবদ্ধ অবস্থায় এসে চরম দুর্ভোগে পড়েছেন। জুরাইন থেকে বাবার মৃত্যুসনদ নিতে আসা নাসরিন বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ দ্বিতীয়বার এলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। এখন আমি কোথায় যাব?”
গুলশান থেকে আসা শাওন আহমেদ বলেন, “একটা জন্মনিবন্ধনের তথ্য জানতেই আসা। ঢাকার মতো শহরে বারবার ফিরে আসার সুযোগ সবার থাকে না। আমরা সাধারণ মানুষ মার খাচ্ছি।”
২৭ এপ্রিল আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখনও তাঁর শপথের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
শনিবার বেলা ১১টার দিকে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশি ব্যারিকেডে আটকে পড়ে। এরপর দুপুর দেড়টার দিকে রোববারের নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।
এর আগে গত বৃহস্পতিবারও একইভাবে নগর ভবনের ফটকে তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।