
ইংলিশ প্রিমিয়ার লীগে সহজ জয় তুলে নিয়েছে আর্সেনাল। ইপসউইচ টাউনের মাঠে গানাররা জিতেছে ৪-০ গোলে। একই দিনে লেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তের ১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। আর এক ম্যাচ জিতলে প্রিমিয়ার লীগের রেকর্ড ২০টি শিরোপা জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ছুঁয়ে ফেলবে অলরেডরা। অন্য ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ফুলহ্যামের মাঠে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জয় তুলে নিয়েছে চেলসি।
পোর্টম্যান রোডে আর্সেনালের গোলের দিকে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিক ইপসউইচ। ম্যাচের চতুর্দশ মিনিটে গানারদের এগিয়ে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। চোট কাটিয়ে দলে ফিরে দারুণ ফর্মে আছেন বুকায়ো সাকা। ২৮তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান আছে এই ইংলিশ ফরোয়ার্ডের। এর চার মিনিটের মাথায় সাকাকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন তারই স্বদেশি লিফ ডেভিস। বিরতি শেষে মাঠে ফিরে ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ট্রোসার্ড। আর নির্ধারিত সময়ের দুই মিনিট আগে শেষ গোলটি করেন ইথান নোয়ানেরি। গানাররা হারলে এদিনই নিশ্চিত হতো লিভারপুলের প্রিমিয়ার লীগ শিরোপা। লেস্টার সিটিকে অবনমিত করে অলরেডদের অপেক্ষা এখন কেবল একটি জয়ের। আর তাতেই শিরোপা উল্লাসে ভাসবে আর্নে স্লটের ছেলেরা। আগামী মৌসুমে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা খেলবে চ্যাম্পিয়নশিপ লীগে।