Dhaka 10:55 pm, Tuesday, 20 May 2025

ব্রাইটনের বিপক্ষে হার শীর্ষে লিভারপুলের

নিজেদের চার ম্যাচ হাতে রেখেই শিরোপা ।

ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের চার ম্যাচ হাতে রেখেই শিরোপা আগেভাগেই নিশ্চিত করে লিভারপুল। তবে এরপর থেকেই যেন ছন্নছাড়া হয়ে পড়েছে লিভারপুল। গত তিন ম্যাচে জয়শুন্য ছিল আর্নে স্লটের দল। শেষম্যাচেও এগিয়ে থেকেও হার দেখতে হলো ব্রাইটনের বিপক্ষে। এদিন ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হার দেখে মোহাম্মদ সালাহরা। এরই সঙ্গে প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর একই আসরে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলো লিভারপুল।এদিনের ম্যাচে ব্রাইটনের বদলি প্লেয়ার ইংলিশ ফুটবলার জ্যাক হিন্সেলউড ম্যাচের ভাগ্য গড়ে দেন। এদিন দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে আগামী মৌসুমে ইউরোপে খেলার স্বপ্ন ধরে রেখেছে তারা।

সেক্ষেত্রে অষ্টম স্থান ধরে রাখতে হবে ক্লাব ব্রাইটনকে।এদিনের ম্যাচের ৯ম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় হার্ভি এলিয়টের চমৎকার এক গোলের মাধ্যমে। তবে ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির গোল ব্রাইটনকে সমতায় ফেরায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ডমিনিক সোবোসলাইয়ের এক ক্রস-শট গোলকিপার বার্ট ভেরব্রুগেনকে পরাস্ত করে আবারও লিভারপুলকে এগিয়ে দেয়।৬৪তম মিনিটে বদলি হিসেবে নামা জাপানি উইঙ্গার কাওরু মিতোমা চার মিনিট পর ড্যানি ওয়েলবেকের শট থেকে রিবাউন্ডে দুর্দান্ত গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান। ওয়েলবেক যদিও একাধিক সুযোগ নষ্ট করেন। অপরদিকে ব্রাইটন একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৮৪ মিনিটে মাঠে নামা ২০ বছর বয়সী ইংলিশ প্লেয়ার হিন্সেলউড ৮৫ মিনিটেই ম্যাট ও’রাইলির পাস থেকে গোল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ব্রাইটনের বিপক্ষে হার শীর্ষে লিভারপুলের

Update Time : 01:37:19 pm, Tuesday, 20 May 2025

ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের চার ম্যাচ হাতে রেখেই শিরোপা আগেভাগেই নিশ্চিত করে লিভারপুল। তবে এরপর থেকেই যেন ছন্নছাড়া হয়ে পড়েছে লিভারপুল। গত তিন ম্যাচে জয়শুন্য ছিল আর্নে স্লটের দল। শেষম্যাচেও এগিয়ে থেকেও হার দেখতে হলো ব্রাইটনের বিপক্ষে। এদিন ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হার দেখে মোহাম্মদ সালাহরা। এরই সঙ্গে প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর একই আসরে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলো লিভারপুল।এদিনের ম্যাচে ব্রাইটনের বদলি প্লেয়ার ইংলিশ ফুটবলার জ্যাক হিন্সেলউড ম্যাচের ভাগ্য গড়ে দেন। এদিন দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে আগামী মৌসুমে ইউরোপে খেলার স্বপ্ন ধরে রেখেছে তারা।

সেক্ষেত্রে অষ্টম স্থান ধরে রাখতে হবে ক্লাব ব্রাইটনকে।এদিনের ম্যাচের ৯ম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় হার্ভি এলিয়টের চমৎকার এক গোলের মাধ্যমে। তবে ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির গোল ব্রাইটনকে সমতায় ফেরায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ডমিনিক সোবোসলাইয়ের এক ক্রস-শট গোলকিপার বার্ট ভেরব্রুগেনকে পরাস্ত করে আবারও লিভারপুলকে এগিয়ে দেয়।৬৪তম মিনিটে বদলি হিসেবে নামা জাপানি উইঙ্গার কাওরু মিতোমা চার মিনিট পর ড্যানি ওয়েলবেকের শট থেকে রিবাউন্ডে দুর্দান্ত গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান। ওয়েলবেক যদিও একাধিক সুযোগ নষ্ট করেন। অপরদিকে ব্রাইটন একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৮৪ মিনিটে মাঠে নামা ২০ বছর বয়সী ইংলিশ প্লেয়ার হিন্সেলউড ৮৫ মিনিটেই ম্যাট ও’রাইলির পাস থেকে গোল করেন।