Dhaka 1:58 pm, Tuesday, 18 March 2025

কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছের আদালত। এ ছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ রায় দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার পটুয়াপাড়া গ্রামের কাশমত আলীর ছেলে আফসার আলী (২২), একই গ্রামের আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান নিজাম (২৮), রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (২২) ও পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের শহর আলীর ছেলে সুমন (২২)। এদের মধ্যে মিজানুর রহমান ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমানের সঙ্গে আপন বড় ভাই মোখলেছের জমি নিয়ে বিরোধ ছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সব সম্পত্তির মালিক হতে মিজানুর পরিকল্পনা করেন। দুই লাখ টাকায় ভাড়া করেন আফছার আলী, সাগর ও মো. সুমন নামের ওই তিন ব্যক্তিকে।

২০১৩ সালের ১০ জুলাই রাত সাড়ে দশটার সময় ঘটনাস্থলে মোখলেছকে হত্যার উদ্দ্যেশে অপেক্ষা করে আসামিরা। এ সময় কৃষক বাদল ওই পথ দিয়ে দাওয়াতে যাচ্ছিলেন তখন মোখলেছ ভেবে অন্ধকারে বাদলকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় খুনিরা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম। এ মামলায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান, ভাড়াটে খুনি আফছার আলী, সাগর ও সুমনকে গ্রেফতার করা হয়। পরে জামিন নিয়ে পালিয়ে যায় আফছার আলী, সাগর ও সুমন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

Update Time : 10:26:11 pm, Wednesday, 29 January 2025

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছের আদালত। এ ছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ রায় দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার পটুয়াপাড়া গ্রামের কাশমত আলীর ছেলে আফসার আলী (২২), একই গ্রামের আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান নিজাম (২৮), রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (২২) ও পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের শহর আলীর ছেলে সুমন (২২)। এদের মধ্যে মিজানুর রহমান ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমানের সঙ্গে আপন বড় ভাই মোখলেছের জমি নিয়ে বিরোধ ছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সব সম্পত্তির মালিক হতে মিজানুর পরিকল্পনা করেন। দুই লাখ টাকায় ভাড়া করেন আফছার আলী, সাগর ও মো. সুমন নামের ওই তিন ব্যক্তিকে।

২০১৩ সালের ১০ জুলাই রাত সাড়ে দশটার সময় ঘটনাস্থলে মোখলেছকে হত্যার উদ্দ্যেশে অপেক্ষা করে আসামিরা। এ সময় কৃষক বাদল ওই পথ দিয়ে দাওয়াতে যাচ্ছিলেন তখন মোখলেছ ভেবে অন্ধকারে বাদলকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় খুনিরা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম। এ মামলায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান, ভাড়াটে খুনি আফছার আলী, সাগর ও সুমনকে গ্রেফতার করা হয়। পরে জামিন নিয়ে পালিয়ে যায় আফছার আলী, সাগর ও সুমন।