
ব্যক্তিগত কারণে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে। ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় পরীমনির বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। এতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান এই নায়িকা।
অন্যদিকে বিয়ষটি নিয়ে গতকাল পরীমনি বলেন, এখনই কিছু বলতে চাই না। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। বেশির ভাগ মিডিয়া কথা না বলেই নিউজ করে ফেলেছে। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি আমার এখানে। সে দাবি করতেই পারে। তবে, আমি বলবো সে আমার গৃহকর্মী না। পরীমনি আরও বলেন, আমার হাতে সব প্রমাণ আছে। কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুক লাইভের বেশির ভাগ সময় এ নায়িকা গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম।