
লেবানন থেকে ইসরায়েলে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের লেবানন শাখা এক বিবৃতিতে জানিয়েছে, কিরিয়াত শমোনা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে এই রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানায়, লেবানন থেকে হামাসের ছোড়া অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু রকেট খোলা জায়গায় পড়েছে।
আরো পড়ুন:হামাসের প্রস্তাবে ইসরায়েলের অসম্মতি
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি নিহত ও ৭৭ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
আরো পড়ুন:ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের হামলার প্রতিশোধ নিতে ১৯ এপ্রিল ভোরে ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।