
ঢাকার ধামরাইয়ে অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২০ মার্চ) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে আহমেদ এর ইটভাটার পাশে কুপিয়ে আহতের ঘটনাটি ঘটে। আবুল কাশেম গাংগুটিয়া ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তিনি জালসা গ্রামের মৃত রহিজ উদ্দিন মাষ্টারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ী থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে তিনজন লোক বাড়ীর পাশে আহমদ এর ইটভাটার কাছে আবুল কাশেমকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়া ক্লিনিকে নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেলে পাঠায়। পরে ঢাকা যাওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে। সেখানে কাশেম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলার পক্রিয়া চলছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।