
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইফতার খাওয়াটা বড় কথা না, মানুষকে দেওয়াটাই বড় কথা। এ জন্য আমাদের নেতাকর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছি, ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মধ্যে ইফতার বণ্টন করতে। সোমবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার
প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য আমরা মানুষের মাঝে বিনাপয়সায় খাদ্য বিতরণ করছি। আমরা ইফতার পার্টি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি।
আরো পড়ুন:রমজানে বিএনপিকে সংযমের পরামর্শ কাদেরের
তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। পরিবহন খরচ বেড়েছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা।
2 thoughts on “ইফতার খাওয়া নয়, মানুষকে দেওয়াটাই বড় কথা : প্রধানমন্ত্রী”