
হাঁটুর চোটের কারণে অরল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নামা হয়নি লিওনেল মেসির। বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে ছাড়া এদিন হেরেছে মায়ামি। ফলে টানা পাঁচ ম্যাচ পর থমকে যায় দলটির জয়রথ। এবার মেসির ফেরার দিনে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। রোববার (১৯ মে) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। বদলি হিসেবে মাঠে নামা লিওনার্দো কাম্পানার পা থেকে জয়সূচক গোলটি এসেছে। মেসি ফেরার দিনে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় মায়ামি। তবে আক্রমণে দাপট ছিল না তাদের। ম্যাচের অষ্টম মিনিটে মায়ামির হয়ে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।