Dhaka 4:00 am, Tuesday, 20 May 2025

হেলিকপ্টারে উঠার আগের ছবিটিই শেষ স্মৃতি, ভয়াবহ দুর্ঘটনা

  • Reporter Name
  • Update Time : 01:34:49 pm, Friday, 11 April 2025
  • 35 Time View

ভয়াবহ দুর্ঘটনা

স্বপ্নের শহর নিউইয়র্কে বেড়াতে এসে প্রাণ হারালেন স্পেনের প্রযুক্তি জায়ান্ট সিমেন্স স্পেন-এর প্রেসিডেন্ট অগাস্টিন এসকোবার, তার স্ত্রী ও তিন সন্তানসহ মোট ছয়জন। হাসিমাখা মুখে হেলিপ্যাডে তোলা ছবিটিই এখন তাঁদের পরিবারের শেষ স্মৃতি

বৃহস্পতিবার (স্থানীয় সময় বিকেল ৩:১৫ মিনিটে) লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীর ওপরে ভেঙে পড়ে পর্যটকবাহী হেলিকপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে হঠাৎ করে হেলিকপ্টারটি ‘দুই টুকরো’ হয়ে যায় এবং বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শোনা যায়।

হেলিকপ্টারটি ছিল ‘নিউইয়র্ক হেলিকপ্টার’ নামের একটি ট্যুর কোম্পানির, যারা পর্যটকদের জন্য শহরের আকাশপথে ঘোরার ব্যবস্থা করে। কিন্তু সেই আকর্ষণীয় ট্যুরটি আজ রূপ নিয়েছে একটি মর্মান্তিক স্মরণে। হেলিকপ্টারে ওঠার আগে পরিবারের সবাই হেলিপ্যাডে এবং ককপিটে কিছু হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন—তাদের মুখে ছিল নতুন শহর দেখার উত্তেজনা। আজ সেই ছবিগুলোই দেখে হৃদয় ভারী হয়ে আসে। সেই মানুষগুলো আর কখনও ফিরে আসবেন না।

হেলিকপ্টার কোম্পানির সিইও মাইকেল রথ বলেন, “ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হেলিকপ্টারের মূল রটার ব্লেড-ই নেই! এটা আমার ৩০ বছরের ক্যারিয়ারে প্রথম দেখছি।” নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শোক জানিয়ে বলেন, “ছয়জন নির্দোষ মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। আমরা তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।” তিনি জানান, ইতিমধ্যেই তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

এই দুর্ঘটনা আবারও নিউইয়র্কের হেলিকপ্টার ট্যুর সার্ভিসগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

হেলিকপ্টারে উঠার আগের ছবিটিই শেষ স্মৃতি, ভয়াবহ দুর্ঘটনা

Update Time : 01:34:49 pm, Friday, 11 April 2025

স্বপ্নের শহর নিউইয়র্কে বেড়াতে এসে প্রাণ হারালেন স্পেনের প্রযুক্তি জায়ান্ট সিমেন্স স্পেন-এর প্রেসিডেন্ট অগাস্টিন এসকোবার, তার স্ত্রী ও তিন সন্তানসহ মোট ছয়জন। হাসিমাখা মুখে হেলিপ্যাডে তোলা ছবিটিই এখন তাঁদের পরিবারের শেষ স্মৃতি

বৃহস্পতিবার (স্থানীয় সময় বিকেল ৩:১৫ মিনিটে) লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীর ওপরে ভেঙে পড়ে পর্যটকবাহী হেলিকপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে হঠাৎ করে হেলিকপ্টারটি ‘দুই টুকরো’ হয়ে যায় এবং বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শোনা যায়।

হেলিকপ্টারটি ছিল ‘নিউইয়র্ক হেলিকপ্টার’ নামের একটি ট্যুর কোম্পানির, যারা পর্যটকদের জন্য শহরের আকাশপথে ঘোরার ব্যবস্থা করে। কিন্তু সেই আকর্ষণীয় ট্যুরটি আজ রূপ নিয়েছে একটি মর্মান্তিক স্মরণে। হেলিকপ্টারে ওঠার আগে পরিবারের সবাই হেলিপ্যাডে এবং ককপিটে কিছু হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন—তাদের মুখে ছিল নতুন শহর দেখার উত্তেজনা। আজ সেই ছবিগুলোই দেখে হৃদয় ভারী হয়ে আসে। সেই মানুষগুলো আর কখনও ফিরে আসবেন না।

হেলিকপ্টার কোম্পানির সিইও মাইকেল রথ বলেন, “ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হেলিকপ্টারের মূল রটার ব্লেড-ই নেই! এটা আমার ৩০ বছরের ক্যারিয়ারে প্রথম দেখছি।” নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শোক জানিয়ে বলেন, “ছয়জন নির্দোষ মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। আমরা তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।” তিনি জানান, ইতিমধ্যেই তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

এই দুর্ঘটনা আবারও নিউইয়র্কের হেলিকপ্টার ট্যুর সার্ভিসগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে।