
২১শে ডিসেম্বর মহাসমাবেশকে সামনে রেখে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানান।
ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ম্যাডাম বলেছেন- উনি সুস্থ থাকলে ২১শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে তিনি অংশ নেবেন বলে সম্মতি দিয়েছেন।