
খাগড়াছড়ির দীঘিনালায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি), দীঘিনালা সেনানিবাসের আয়োজনে উপজেলার কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেডিং সেন্টার (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাসের ভারপ্রাপ্ত প্রধান প্রশিক্ষক ও দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ওআইসি মেজর ফয়সাল আহমেদ, কিউ এম ক্যাপ্টেন আবদুল্লাহ হীল মাফি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফারদিন আফজাল প্রমূখ। উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, চা-পাতা, আটা ও লবন প্রদান করা হয়৷ সেনাবাহিনীর নিকট হতে ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সহযোগীতা অব্যাহত থাকবে। পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে দীঘিনালায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।