
রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার আসামিকে হাজির করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।নথি থেকে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন