Dhaka 5:53 am, Tuesday, 18 March 2025

চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণ করে কবিরাজ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কবিরাজ আব্দুল হামিদ

নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গেল সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানালে মা তাকে জিজ্ঞাসা করে আরও জানতে পারেন- এ ঘটনার আগেও অভিযুক্ত আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার (১৬ মার্চ ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে পৌর শহরের নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণ করে কবিরাজ

Update Time : 11:02:36 pm, Monday, 17 March 2025

নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গেল সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানালে মা তাকে জিজ্ঞাসা করে আরও জানতে পারেন- এ ঘটনার আগেও অভিযুক্ত আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার (১৬ মার্চ ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে পৌর শহরের নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।