
ওপার বাংলার কৌশানী মুখার্জী এখন ‘টক অব দ্য টাউন’। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গত পুজোর ছবি ‘বহুরূপী’তে তার অভিনয় টলিউডকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সৃজিত মুখার্জির আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’তে তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী।
একইভাবে ছোট পর্দাও তাকে নিয়ে সমান আগ্রহী। জি বাংলার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্ব ২রা মার্চ অনুষ্ঠিত হবে। সেই জায়গায় আসবে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’। সেখানে বিচারকের আসনে থাকবেন কৌশানী! মঙ্গলবার থেকে এই অনুষ্ঠানের শুটিং শুরু হয়েছে। টলিপাড়ার দাবি, অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে। ‘ডান্স বাংলা ডান্স’-এ এবারেও দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। এই রিয়্যালিটি শো দিয়ে অনেকদিন পর ছোট পর্দায় ফিরছেন যীশু সেনগুপ্ত। কৌশানীর মতো তিনিও বিচারকের আসনে। একইভাবে বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রীকে। এর আগে শোনা গিয়েছিল, দেব রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে থাকতে পারেন। অনেক বছর আগে যেমন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাকে এই মঞ্চে দেখা যেতো। দেবের হাতে এই মুহূর্তে অনেকগুলো ছবির কাজ রয়েছে। সম্ভবত সেই কারণেই তিনি যোগ দিতে পারছেন না। তবে কৌশানী এ অনুষ্ঠানে ভালোই আলো ছড়াবেন- এমনটাই মনে করছেন তার ভক্তকুল।