
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ তিন মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান মতির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাসুমের আদালত এ রায় দেন।মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক এবং সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।তিনি জানান, সদর মডেল থানায় দায়ের করা স্বজন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুমের আদালতে মতিকে হাজির করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় ও আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় মতিকে সাতদিন করে চৌদ্দ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন