
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান আন্দোলনের সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন।
ইশতিয়াক হুসাইন জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
এক প্রতিক্রিয়ায় হুসাইন বলেন, “গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারিনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করিনি।”
তার বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলেও তিনি তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন। হুসাইন বলেন, “আমি শিবির কিংবা ছাত্রলীগ, কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় আমি পুলিশের মার খেয়েছি, অথচ আজ আমাকে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি নিজের খরচ চালাতে টিউশন ও পার্টটাইম কাজ করি। রাজনৈতিক দলে সময় দেওয়ার সুযোগ আমার নেই।”