
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকাতে বৈশাখী উৎসব ও বাংলা বর্ষবরণ ১৪৩১ আয়োজন করতে যাচ্ছে শোটাইম মিউজিক। জ্যামাইকাতে অবস্থিত দ্য মেরি লুইস একাডেমিতে এই বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন:কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্রের নতুন লক্ষ্যমাত্রা
বৈশাখী উৎসবের এই আয়োজনে থাকছে— পান্তা ইলিশ, রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠার স্টল, জুয়েলারি ষ্টল ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রবাসী কণ্ঠশিল্পীদের গান পরিবেশন। আরও থাকছে মন মাতানো ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র। তবে উৎসবে কোনো প্রবেশ মূল্য নেই। প্রসঙ্গত, দুপুর দুইটা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এই বৈশাখী উৎসব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আরটিভি।