
হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে এজাহার নামীয় দুইজন আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি হলো- উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুরা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোঃ দিলশাদ মিয়া (৫০), মৃত ফারুক মিয়ার ছেলে মোঃ মহসিন মিয়া (৪২)।মঙ্গলবার (২৫মার্চ) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া, এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ শহরের গাজীরটেক পয়েন্ট বিশেষ অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার মামলা নং-২৩, পেনালকোড এজাহার নামীয় দুইজনকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা( ওসি) মো কালাম হোসেন পিপিএম।