
একটা সময় ছোট পর্দা দাপিয়ে বেড়িয়েছেন গুজব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় কাজ করেছেন। তবে মাঝে কিছুটা অনিয়মিত ছিলেন। মূলত দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর জন্যই বিরতি ছিল তার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। ধীরে ধীরে মনোযোগী হচ্ছেন কাজে। শোবিজে অভিষেকের পর জীবনে অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন তিনি। প্রেমজীবন নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন।
এর মধ্যে ইন্ডাস্ট্রির সহকর্মী তারকা মনোজের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছিল। যে সম্পর্কের বিষয়টি একদম স্পষ্ট করেই অস্বীকার করেছেন প্রভা। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। এটা কেবলই গুজব। কিন্তু প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এজন্য মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়। প্রভা আরও বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের আংশিক সত্যি ছিল, বাকিটুকু মিথ্যা। তবে আমি যেসব বেশ জোর গলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেসব গুজবই ছিল। তিনি জানান, তার জীবনে কয়েকবার প্রেম এসেছে। যদিও সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দু’জনের। ওই সময় আর একসঙ্গে থাকা হয়নি। এ সময় নিজের প্রথম প্রেম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তিনি বলেন, আমি জীবনের প্রথম প্রেমকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে শত্রু।