Dhaka 8:53 am, Saturday, 15 March 2025

পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক প্রধান

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ‘ব্যর্থতার’ দায় স্বীকার করেন তিনি। খবর এএফপির।সেনাবাহিনী প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেন, ৭ অক্টোবরের হামলার ঘটনায় সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি সরে যাচ্ছেন। তবে হাভেলি এটাও বলেন, সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে চলে যাচ্ছেন তিনি। ‘গাজা যুদ্ধে সব লক্ষ্য অর্জিত হয়নি’ উল্লেখ করে ইসরায়েলের সাবেক এই সামরিক প্রধান বলেন, ‘হামাসকে আরও বিচ্ছিন্ন করতে, বন্দিদের ফিরিয়ে আনতে এবং হামাসের হামলায় ঘরছাড়া মানুষের পুনর্বাসনে লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি সেনাবাহিনী।’

হাভেলির ঘোষণার পরপরই মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান ছিলেন, যিনি গাজায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত।গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী। ওই হামলার ১ হাজার ২১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর টানা ১৫ মাস ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালায় ইসরায়েল। এই বর্বর হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে এরপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পরাজিত করতে পারেনি ইসরায়েল।

পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এক টেলিভিশন ভাষণে হালেভি বলেন, ইসরায়েলের অভিযানে প্রায় ২০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের জন্য ইসরায়েলি বিরোধী নেতা ইয়ায়ির লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হালেভির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়েছেন।সেনাপ্রধানকে পদত্যাগের জন্য স্যালুট জানিয়ে লাপিদ বলেন, ‘এখন সময় এসেছে প্রধানমন্ত্রী ও তার সরকারকে দায় স্বীকার করে পদত্যাগ করার।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক প্রধান

Update Time : 05:19:33 pm, Wednesday, 22 January 2025

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারজি হালেভি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ‘ব্যর্থতার’ দায় স্বীকার করেন তিনি। খবর এএফপির।সেনাবাহিনী প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেন, ৭ অক্টোবরের হামলার ঘটনায় সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি সরে যাচ্ছেন। তবে হাভেলি এটাও বলেন, সেনাবাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময়ে চলে যাচ্ছেন তিনি। ‘গাজা যুদ্ধে সব লক্ষ্য অর্জিত হয়নি’ উল্লেখ করে ইসরায়েলের সাবেক এই সামরিক প্রধান বলেন, ‘হামাসকে আরও বিচ্ছিন্ন করতে, বন্দিদের ফিরিয়ে আনতে এবং হামাসের হামলায় ঘরছাড়া মানুষের পুনর্বাসনে লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি সেনাবাহিনী।’

হাভেলির ঘোষণার পরপরই মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান ছিলেন, যিনি গাজায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত।গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী। ওই হামলার ১ হাজার ২১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর টানা ১৫ মাস ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালায় ইসরায়েল। এই বর্বর হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে এরপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পরাজিত করতে পারেনি ইসরায়েল।

পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এক টেলিভিশন ভাষণে হালেভি বলেন, ইসরায়েলের অভিযানে প্রায় ২০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের জন্য ইসরায়েলি বিরোধী নেতা ইয়ায়ির লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হালেভির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়েছেন।সেনাপ্রধানকে পদত্যাগের জন্য স্যালুট জানিয়ে লাপিদ বলেন, ‘এখন সময় এসেছে প্রধানমন্ত্রী ও তার সরকারকে দায় স্বীকার করে পদত্যাগ করার।’