Dhaka 12:20 am, Saturday, 29 March 2025

উত্তর গাজার সর্বশেষ সচল হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইল

গাজার কামাল আদওয়ান হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটির উত্তরাঞ্চলীয়
শহরের সর্বশেষ সচল হাসপাতাল এটি। এর আগে হাসপাতালটির আশপাশের এলাকায় ইসরাইলের বিমান
হামলায় কয়েক ডজন মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা
হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে হাসপাতালটিতে থাকা রোগী এবং কর্মীদের সরে যেতে মাত্র ১৫
মিনিট সময় বেধে দেয় ইসরাইল। কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ইদ সাব্বাহ বিবিসিকে
এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘোষণার পরপরই হাসপাতালে প্রবেশ করেন ইসরাইলি সেনারা। তারা সেখান
থেকে অবশিষ্ট রোগীদের সরিয়ে নেয়া শুরু করে। নিজেদের হামলায় ‘অজ্ঞাত’ চিকিৎসকদের নিহত হওয়ার
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী। ড. সাব্বাহ বলেন, এভাবে রোগী সরিয়ে নেয়া
বিপজ্জনক, কেননা আইসিইউ’র রোগীরা কোমায় আছেন এবং তাদের ভেন্টিলেশন মেশিনের প্রয়োজন। এই
অবস্থায় তাদের সরিয়ে নেয়া হলে তারা বিপদে পড়বেন। এছাড়া রোগীদের সরিয়ে নিতে চাইলে সেনাদের
বিশেষায়িত গাড়ির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। তবে রোগীদের সরানোর সময় কোনো
আহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

উত্তর গাজার সর্বশেষ সচল হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইল

Update Time : 07:59:59 pm, Friday, 27 December 2024
গাজার কামাল আদওয়ান হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটির উত্তরাঞ্চলীয়
শহরের সর্বশেষ সচল হাসপাতাল এটি। এর আগে হাসপাতালটির আশপাশের এলাকায় ইসরাইলের বিমান
হামলায় কয়েক ডজন মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা
হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে হাসপাতালটিতে থাকা রোগী এবং কর্মীদের সরে যেতে মাত্র ১৫
মিনিট সময় বেধে দেয় ইসরাইল। কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ইদ সাব্বাহ বিবিসিকে
এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘোষণার পরপরই হাসপাতালে প্রবেশ করেন ইসরাইলি সেনারা। তারা সেখান
থেকে অবশিষ্ট রোগীদের সরিয়ে নেয়া শুরু করে। নিজেদের হামলায় ‘অজ্ঞাত’ চিকিৎসকদের নিহত হওয়ার
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী। ড. সাব্বাহ বলেন, এভাবে রোগী সরিয়ে নেয়া
বিপজ্জনক, কেননা আইসিইউ’র রোগীরা কোমায় আছেন এবং তাদের ভেন্টিলেশন মেশিনের প্রয়োজন। এই
অবস্থায় তাদের সরিয়ে নেয়া হলে তারা বিপদে পড়বেন। এছাড়া রোগীদের সরিয়ে নিতে চাইলে সেনাদের
বিশেষায়িত গাড়ির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। তবে রোগীদের সরানোর সময় কোনো
আহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।