
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদহ কোরবানের দোকান থেকে বেরুলী বাজার সড়কের সংস্কার কাজের সরকারি মালামাল চুরি ও আত্মসাৎ এর অভিযোগে সাব-ঠিকাদার রুহুল আমিনের বিরুদ্ধে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র দাখিল করেছেন।
এলাকাবাসী অভিযোগ পত্রে উল্লেখ করেছেন যে, কামারদহ হতে বেরুলী বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজের জন্য কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান এলাকার রুহুল আমিন সাব ঠিকাদার হিসাবে কাজ করছেন। কিন্তু রাস্তার কার্পেটিং করা ভাঙ্গা রাস্তার খোয়া তুলে আত্মসাৎ করার জন্য শিকজান বাজার চায়ের দোকানের পিছনে এবং বথুনদিয়া বাজার সংলগ্ন দেওখালী কাশিখালী সড়কের ইটভাটা এবং মসজিদের মাঝখানে জঙ্গলে মালামাল রেখেছে। টেন্ডারের সিডিউল অনুযায়ী উক্ত খোয়া সড়কেই রোলারের মাধ্যমে মিশিয়ে দিতে হবে। এবং সড়ক সংস্কারের জন্য নতুন ভাবে খোয়া ক্রয় করে সড়কের কাজে ব্যবহার করতে হবে। উক্ত ঠিকাদার তা না করে পরিত্যক্ত ও নষ্ট কার্পেটিং ওয়ালা খোয়া রাস্তার কাজের জন্য প্রস্তুত করছে। এলাকাবাসী বাধা দিলে সাব ঠিকাদার বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় উক্ত বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে জরুরী ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।