Dhaka 9:36 pm, Saturday, 22 March 2025

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেয়ি বলেছেন, মধ্যপ্রাচ্যে তেহেরানের কোনো প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। শুক্রবার (২১ মার্চ) তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে।গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হুতিদের যেকোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

বছরের পর বছর ধরে ইরান এমন সব গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকেছে যারা নিজেদেরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে- ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী।

খামেনেয়ি বলেন, আঞ্চলিক প্রতিরোধ বাহিনীকে ইরানের প্রক্সি বাহিনী বলে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রক্সি মানে কী?

তিনি আরও বলেন, ‘ইয়েমেন জনগণের নিজস্ব উদ্দেশ্য রয়েছে এবং অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোরও নিজস্ব প্রেরণা রয়েছে। সুতরাং ইরানের প্রক্সির প্রয়োজন নেই।খামেনেয়ি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদের হুমকি দেয়, কিন্তু আমরা কখনও কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর আঘাত হানে, তারাও এর পাল্টা প্রতিক্রিয়া পাবে।’ইয়েমেন ভিত্তিক বিশ্লেষকরা বলছেন, গৃহযুদ্ধের সময় হুতিরা নিজেদের কার্যক্রমের পরিধি প্রসারিত করেছে এবং এই গোষ্ঠীটি নিজেদের আদর্শ ও অভ্যন্তরীণ ভিত্তির ওপর কার্যক্রম পরিচালনা করে থাকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইরান

Update Time : 12:44:23 pm, Saturday, 22 March 2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেয়ি বলেছেন, মধ্যপ্রাচ্যে তেহেরানের কোনো প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। শুক্রবার (২১ মার্চ) তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে।গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হুতিদের যেকোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

বছরের পর বছর ধরে ইরান এমন সব গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকেছে যারা নিজেদেরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে- ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী।

খামেনেয়ি বলেন, আঞ্চলিক প্রতিরোধ বাহিনীকে ইরানের প্রক্সি বাহিনী বলে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রক্সি মানে কী?

তিনি আরও বলেন, ‘ইয়েমেন জনগণের নিজস্ব উদ্দেশ্য রয়েছে এবং অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোরও নিজস্ব প্রেরণা রয়েছে। সুতরাং ইরানের প্রক্সির প্রয়োজন নেই।খামেনেয়ি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আমাদের হুমকি দেয়, কিন্তু আমরা কখনও কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর আঘাত হানে, তারাও এর পাল্টা প্রতিক্রিয়া পাবে।’ইয়েমেন ভিত্তিক বিশ্লেষকরা বলছেন, গৃহযুদ্ধের সময় হুতিরা নিজেদের কার্যক্রমের পরিধি প্রসারিত করেছে এবং এই গোষ্ঠীটি নিজেদের আদর্শ ও অভ্যন্তরীণ ভিত্তির ওপর কার্যক্রম পরিচালনা করে থাকে।