
আইপিএলের চলতি আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের। এক ম্যাচ হাতে থাকতেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায় তারা। এবার গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয়ের খোঁজে বড় পুঁজি পেয়েছে কেএল রাহুলের দল। শুক্রবার (১৭ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ তুলেছে লখনৌ। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন নিকোলাস পুরাণ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লখনৌর। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন মারকুটে দেবদত্ত পাডিক্কেল। তবে মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কেএল রাহুল। ৪০ বলে ফিফটি তুলে নেন এই ওপেনার। এরপর আর ইনিংস লম্বা করতে পারেননি। সমান তিনটি করে চার আর ছক্কায় ৫৫ রানের ইনিংস সাজিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আরো পড়ুন:আইপিএলে রোহিত শর্মার লজ্জার রেকর্ড
এরপর মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন দীপক হুডা। তবে তারা কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ২৮ রানে স্টয়নিস এবং ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন দীপক। এরপর ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন আরশাদ খান। শেষ দিকে আয়ুশ বাদোনি ১০ বলে ২২ এবং ক্রুনাল ৭ বলে ১২ রান করে আউট হলে নিকোলাস পুরাণের ২৯ বলে ৮ ছক্কা ও ৫ চারে ৭৫ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রানের বড় পুঁজি পায় লখনৌ।মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন নুয়ান থুশারা এবং পীযূষ চাওলা।