Dhaka 7:41 am, Monday, 28 April 2025

শখের বশে গায়িকা হয়েছেন যেসব তারকা

ভিনেত্রীরা অনেকেই ভালো গান গাইতে পারেন।

নাটক-সিনেমার অভিনেত্রীদের অনেকেই ভালো গান গাইতে পারেন। অনেকেই ছোটবেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও, শেষতক হয়ে গেছেন নায়িকা। অভিনয়ের বাইরে তাই এখন শখের বশে কণ্ঠে তোলেন গান। অবশ্য এটা যে শুধু ঢাকার বিনোদন জগতে তা নয়। বলিউড ।

মৌসুমী:গায়িকা হওয়ার শখ থাকলেও শেষ পর্যন্ত নায়িকা হিসাবেই প্রতিষ্ঠা পেয়েছেন মৌসুমী। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। তাই তো গানের মায়া ছাড়তে পারেননি। নায়িকাখ্যাতি পাওয়ার পরও গানের সঙ্গ তার দূরত্ব বাড়েনি।

শাবনূর:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয়ে তার দখল ছিল সব সময়। কিন্তু তার মধ্যেও ছিল লুকায়িত আরেক প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি গুনগুন করে গলায় সুর তুলতেন। তবে প্রকাশ্যে গান করবেন এমনটাও ভাবেননি হয়তো।

পূর্ণিমা:একদিন ইনস্টাগ্রামে লতা মুঙ্গেশকরের ‘মে তেরে ইশক’ গানটি গেয়ে পোস্ট করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ১২তম আসরে সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ নতুনভাবে গাইলেন তিনি।

নুসরাত ফারিয়া:অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভিডিও আকারে একক গান প্রকাশ করছেন তিনি। ‘পটাকা’ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’, ‘বুঝি না তো তাই’সহ একাধিক গান প্রকাশ করেছেন।

তাসনিয়া ফারিণ:টিভি নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই কাজ করছেন তাসনিয়া ফারিণ। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও এখন অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি। এ অভিনেত্রীও ছোটবেলায় স্বপ্ন দেখতেন সংগীতশিল্পী হবেন। কখনো চিন্তাও করেননি অভিনয়ে আসবেন।

জান্নাতুল সুমাইয়া হিমি:এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের প্রতিভার পাশাপাশি তার যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে অবাধ দখল। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

শখের বশে গায়িকা হয়েছেন যেসব তারকা

Update Time : 12:22:58 pm, Sunday, 27 April 2025

নাটক-সিনেমার অভিনেত্রীদের অনেকেই ভালো গান গাইতে পারেন। অনেকেই ছোটবেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও, শেষতক হয়ে গেছেন নায়িকা। অভিনয়ের বাইরে তাই এখন শখের বশে কণ্ঠে তোলেন গান। অবশ্য এটা যে শুধু ঢাকার বিনোদন জগতে তা নয়। বলিউড ।

মৌসুমী:গায়িকা হওয়ার শখ থাকলেও শেষ পর্যন্ত নায়িকা হিসাবেই প্রতিষ্ঠা পেয়েছেন মৌসুমী। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। তাই তো গানের মায়া ছাড়তে পারেননি। নায়িকাখ্যাতি পাওয়ার পরও গানের সঙ্গ তার দূরত্ব বাড়েনি।

শাবনূর:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয়ে তার দখল ছিল সব সময়। কিন্তু তার মধ্যেও ছিল লুকায়িত আরেক প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি গুনগুন করে গলায় সুর তুলতেন। তবে প্রকাশ্যে গান করবেন এমনটাও ভাবেননি হয়তো।

পূর্ণিমা:একদিন ইনস্টাগ্রামে লতা মুঙ্গেশকরের ‘মে তেরে ইশক’ গানটি গেয়ে পোস্ট করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ১২তম আসরে সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ নতুনভাবে গাইলেন তিনি।

নুসরাত ফারিয়া:অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভিডিও আকারে একক গান প্রকাশ করছেন তিনি। ‘পটাকা’ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’, ‘বুঝি না তো তাই’সহ একাধিক গান প্রকাশ করেছেন।

তাসনিয়া ফারিণ:টিভি নাটক, সিনেমা, ওটিটি- সব মাধ্যমেই কাজ করছেন তাসনিয়া ফারিণ। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও এখন অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি। এ অভিনেত্রীও ছোটবেলায় স্বপ্ন দেখতেন সংগীতশিল্পী হবেন। কখনো চিন্তাও করেননি অভিনয়ে আসবেন।

জান্নাতুল সুমাইয়া হিমি:এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের প্রতিভার পাশাপাশি তার যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে অবাধ দখল। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন।