Dhaka 12:45 pm, Wednesday, 19 March 2025

মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আপন দেশের সৈকতে ফিরে এসেছে এই উপদ্বীপ। রুশ বাহিনীর দখল করা দনবাস এবং ইউক্রেনের অন্যান্য অংশকেও ‘নতুন রাশিয়ার’ অংশ বলে বর্ণনা করেছেন পুতিন। উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত ভাষণের পর জাতীয় সংগীত গওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এরপর শুরু হয় কনসার্ট। কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে।

আরো পড়ুন:রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন পুতিন

পুতিন ভাষণে বলেন, ক্রিমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রিমিয়ার জনগণ আমাদের গর্ব। রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে। ক্রিমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত।

আরো পড়ুন:নাভালনির মরদেহ হস্তান্তর

পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রিমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। রাশিয়ার মূল ভূখন্ড থেকে ক্রিমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন

Update Time : 02:36:04 pm, Tuesday, 19 March 2024

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আপন দেশের সৈকতে ফিরে এসেছে এই উপদ্বীপ। রুশ বাহিনীর দখল করা দনবাস এবং ইউক্রেনের অন্যান্য অংশকেও ‘নতুন রাশিয়ার’ অংশ বলে বর্ণনা করেছেন পুতিন। উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত ভাষণের পর জাতীয় সংগীত গওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এরপর শুরু হয় কনসার্ট। কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে।

আরো পড়ুন:রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন পুতিন

পুতিন ভাষণে বলেন, ক্রিমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রিমিয়ার জনগণ আমাদের গর্ব। রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে। ক্রিমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত।

আরো পড়ুন:নাভালনির মরদেহ হস্তান্তর

পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রিমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। রাশিয়ার মূল ভূখন্ড থেকে ক্রিমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ।