
রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস-কে নামক ইসলামিক স্টেটের (আইএস)-এর একটি শাখা সংগঠন। হামলায় এ পর্যন্ত ৬০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১৪৫ জন মানুষ। সিএনএন, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মস্কোতে ঘটে যাওয়া এ হামলার ব্যাপারে সপ্তাহ দু-এক আগেই আভাস মিলেছিল রাশিয়ার মার্কিন দূতাবাসের এক সতর্কবার্তায়। ৭ মার্চ রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয় দূতাবাসের পক্ষ থেকে।
আরও পড়ুন:রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ,নিহত বেড়ে ৬০
সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল এ সতর্কবার্তায়। এজন্য মার্কিন নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল এতে। এছাড়া এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, শীঘ্রই বড় ধরনের হামলা চালাতে পারে আইএসআইএস-কে।
বিশ্লেষকদের মতে, বিগত কয়েক বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামিক স্টেট। তারা বারবার পুতিনের সমালোচনা করেছে। এছাড়া মুসলিমদের বিরোধিতায় বিভিন্ন কার্যক্রমে রাশিয়ার অংশগ্রহণও ভালো চোখে দেখে না আইএস।