Dhaka 2:13 pm, Wednesday, 19 March 2025

মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ, নিহত বেড়ে ৬০

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া হামলায় আহতের সংখ্যা ১৪৫ জন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ,শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রুশ সংবাদমাধ্যম গুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

আরো পড়ুন:মস্কো হামলার দায় স্বীকার করেছে আইএস

রুশ তদন্তকারীরা জানিয়েছেন, ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসকরা জানিয়েছেন প্রায় ১৪৫ জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে প্রায় ৬০ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন:আসামে দুই আইএস সদস্য গ্রেপ্তার

এদিকে টেলিগ্রামে এক বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হামলার পর তাদের বন্দুকধারীরা পালিয়ে গেছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। যদিও আইএসের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ, নিহত বেড়ে ৬০

Update Time : 11:36:36 am, Saturday, 23 March 2024

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া হামলায় আহতের সংখ্যা ১৪৫ জন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ,শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রুশ সংবাদমাধ্যম গুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

আরো পড়ুন:মস্কো হামলার দায় স্বীকার করেছে আইএস

রুশ তদন্তকারীরা জানিয়েছেন, ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসকরা জানিয়েছেন প্রায় ১৪৫ জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে প্রায় ৬০ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন:আসামে দুই আইএস সদস্য গ্রেপ্তার

এদিকে টেলিগ্রামে এক বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হামলার পর তাদের বন্দুকধারীরা পালিয়ে গেছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। যদিও আইএসের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।