
মস্কোর কনসার্ট হলে হামলা চালানোর পর গ্রেপ্তার এক ব্যক্তি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার ভাষ্য, হামলা চালানোর জন্য পাঁচ লাখ রুবল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হামলাকারীদের। নিরাপত্তা বাহিনীর হাতে আটক সন্দেহভাজন ওই ব্যক্তি বলেছেন, ‘টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুড়েছি। আমাকে প্রায় পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’
আরো পড়ুন:মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। তাসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই ওই ব্যক্তিকে কার্ডে প্রতিশ্রুত অর্থের অর্ধেক অগ্রিম পরিশোধ করা হয়েছিল। এ ছাড়া কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছিল।
আরো পড়ুন:মস্কো হামলায় জড়িত সবাই শাস্তি পাবে : পুতিন
বাসস, বিবিসি ও আল জাজিরার বরাতে জানা গেছে, হামলার পর দীর্ঘ চেষ্টা শেষে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। তবে তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছেন মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিভ। নারকীয় এই হামলার ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।
One thought on “মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা”